সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর বাতিল করল তুরস্ক সরকার
https://parstoday.ir/bn/news/world-i118740-সুইডেনের_প্রতিরক্ষামন্ত্রীর_আঙ্কারা_সফর_বাতিল_করল_তুরস্ক_সরকার
একজন কুখ্যাত ড্যানিশ-সুইডিশ উগ্র রাজনীতিবিদের পবিত্র কুরআন অবমাননা করার প্রতিবাদে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর বাতিল করেছে তুরস্ক সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২৩ ১০:১৪ Asia/Dhaka
  • তুর্কি প্রতিরক্ষামন্ত্রী
    তুর্কি প্রতিরক্ষামন্ত্রী

একজন কুখ্যাত ড্যানিশ-সুইডিশ উগ্র রাজনীতিবিদের পবিত্র কুরআন অবমাননা করার প্রতিবাদে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর বাতিল করেছে তুরস্ক সরকার।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী ২৭ জানুয়ারি সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের যে সফর হওয়ার কথা ছিল তার অর্থ ও গুরুত্ব হারিয়ে গেছে, কাজেই আমরা তা বাতিল করে দিয়েছি।

রাসমুস পালুদান নামের ওই রাজনীতিবিদ স্টকহোমস্থ তুর্কি দূতাবাসের সামনে গতকাল (শনিবার) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সুইডিশ পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে। এর আগে পালুদান এই জঘন্য কর্মের জন্য সুইডিশ সরকারের অনুমতি গ্রহণ করে।

এর আগে গত বছরের এপ্রিলে ৪১ বছর বয়সি এই উগ্র রাজনীতিবিদ পবিত্র রমজান মাসে ‘কুরআন জ্বালানোর সফর’ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছিল। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পবিত্র কুরআন অবমাননার ওই পরিকল্পনা ঘোষণা করার পর দেশটির মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং দেশব্যাপী ব্যাপক সহিংসতা হয়। সুইডেন সরকার শেষ পর্যন্ত পালুদানকে এই জঘন্য কর্মের জন্য দেয়া অনুমতি বাতিল করতে বাধ্য হয়।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন সুইডিশ রাজনীতিবিদের কুরআন অবমাননার ঘটনাকে ‘ঘৃণা ছড়ানোর সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

এর আগে শুক্রবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোম দাবি করেছিলেন, মত প্রকাশের স্বাধীনতা অনুযায়ী পালুদানকে কুরআন অবমাননার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু ইব্রাহিম কালিন বলেছেন, “ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা মত প্রকাশের স্বাধীনতা নয় বরং আধুনিক বর্বরতা।” এর আগে সুইডিশ রাজনীতিবিদের ওই ঘৃণ্য পরিকল্পনার প্রতিবাদ জানাতে শুক্রবার সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছিল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করতে সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী জনসনের আঙ্কারা সফরে যাওয়ার কথা ছিল। তুরস্ক ৭০ বছর আগে ন্যাটোর সদস্য হলেও সুইডেন এখন এই জোটের সদস্যপদ পাওয়ার চেষ্টা শুরু করেছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।