এখনই রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের হামলা নয়: কিয়েভকে ওয়াশিংটন
https://parstoday.ir/bn/news/world-i118746-এখনই_রাশিয়ার_বিরুদ্ধে_বড়_ধরনের_হামলা_নয়_কিয়েভকে_ওয়াশিংটন
রুশ সেনাদের বিরুদ্ধে এখনই বড় ধরনের কোনো হামলা চালাতে ইউক্রেন সরকারকে নিষেধ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকার বলেছে, তারা সর্বশেষ যে শত শত কোটি ডলারের সমরাস্ত্র পাঠিয়েছে আগে সেগুলো পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২৩ ১০:২৯ Asia/Dhaka
  • ইউক্রেনকে ভারী অস্ত্র দিচ্ছে পাশ্চাত্য
    ইউক্রেনকে ভারী অস্ত্র দিচ্ছে পাশ্চাত্য

রুশ সেনাদের বিরুদ্ধে এখনই বড় ধরনের কোনো হামলা চালাতে ইউক্রেন সরকারকে নিষেধ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকার বলেছে, তারা সর্বশেষ যে শত শত কোটি ডলারের সমরাস্ত্র পাঠিয়েছে আগে সেগুলো পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনই বড় ধরনের হামলা চালালে তা সামাল দেয়া ইউক্রেনের পক্ষে সম্ভব হবে না। তার চেয়ে নিজেকে প্রস্তুত করাই হবে বুদ্ধিমানের কাজ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন সম্প্রতি ইউক্রেনের কাছে নতুন করে ২৫০ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র পাঠিয়েছে।

ইউক্রেনকে অস্ত্র না দেয়ার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। মস্কো বলছে, ইউক্রেনকে অস্ত্রের যোগান দিলে চলমান বিশেষ সামরিক অভিযান কেবল দীর্ঘায়িত হবে।

তবে সে সতর্কবাণী উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের যত ধরনের সাহয্যের প্রয়োজন তার সবই দেশটিকে দেয়া হবে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।