জানুয়ারি ২২, ২০২৩ ১১:০৫ Asia/Dhaka
  • মার্ক মিলি
    মার্ক মিলি

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেন তার নিজ ভূখণ্ড থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করবে বলে যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করা তাদের জন্য খুবই কঠিন।

যখন ওয়াশিংটনের বেসামরিক কর্মকর্তারা ইউক্রেনকে লড়াই অব্যাহত রাখার বিষয়ে প্রতিদিন পীড়াপিড়ি করছেন তখন জেনারেল মার্ক মিলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সফলতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুললেন।

শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে আমেরিকা ও তার ৫০টি মিত্র দেশ ইউক্রেন যুদ্ধে সহায়তা দেয়ার বিষয়ে বৈঠকে বসে। সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের বেশিরভাগ নেতা বলেছেন, রুশ বিরোধী ব্যাপক লড়াইয়ের ফলে এই যুদ্ধ আলোচনার মাধ্যমে শেষ হবে। কিন্তু জেনারেল মার্ক মিলি বলেছেন, “সামরিক দৃষ্টিকোণ থেকে এটি খুবই কঠিন যুদ্ধ।”

ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকা একাই ইউক্রেনকে গত এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ বিলিয়ন ডলারের সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে। মার্কিন সরকার ইউক্রেনকে বিপুল পরিমাণ উন্নত ও ভারী অস্ত্র দিয়েছে তবে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে মারাত্মক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি রুশ সেনারা সোলেদার ও ক্লেচিভকা শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এ দুই শহর দখলে নেয়ার ফলে  দোনবাস এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য সহজ হয়ে গেল। এছাড়া, আরেকটি গুরুত্বপূর্ণ শহর আর্তিওমোভস্ককে রুশ সেনারা ঘেরাও করেছে। ধারণা করা হচ্ছে- রুশ সেনাদের হাতে এ শহরেরও পতন ঘটবে।#

পার্সটুডে/এসআইবি/২২                                                  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ