কুরআন অবমাননা:
ডাচ ও সুইডিশ পণ্য বয়কটে আল-আজহারের আহ্বান
মিশরের আল-আজহার মুসলিম বিশ্বের নাগরিকদের প্রতি নেদারল্যান্ডের সকল পণ্য এবং সুইডিশ পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে। পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার জন্য গতকাল ওই আহ্বান জানিয়েছে আল-আজহার।
এক বিবৃতিতে আল-আজহার ঘোষণা করেছে: পণ্যের ওপর নিষেধাজ্ঞা ওই দুই দেশের সরকারের প্রতি দেড় শ' কোটি মুসলমানের পক্ষ থেকে কুরআন অবমাননার অমানবিক এবং নৃশংস অপরাধের উপযুক্ত প্রতিক্রিয়া। বাক-স্বাধীনতার বুলি আওড়িয়ে মূলত ওইসব সরকার মানসিক বিকারগ্রস্ত কিছু মানুষের ঘৃণিত ও পাশবিক আচরণকে সমর্থন দিচ্ছে।
আল-আজহার মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। ওই কেন্দ্রের জোরালো বিবৃতি পশ্চিমাদের ইসলাম বিদ্বেষি কর্মকাণ্ডের ধারাবাহিকতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের একটি সিদ্ধান্তমূলক সুস্পষ্ট প্রতিক্রিয়া। সাম্প্রতিক দিনগুলোতে কুরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। বেশিরভাগ মুসলিম দেশই ওই ন্যাক্কারজনক ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক টুইট বার্তায় কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন: মানবাধিকারের দাবিদার পশ্চিমা বিশ্বে বাক-স্বাধীনতার নামে এ ধরনের ইসলাম অবমাননা অগ্রহণযোগ্য। তিনি বলেন: বিশ্বের মুসলমানদের অনুভূতিতে এভাবে আঘাত করার ঘটনা ইউরোপীয় দেশগুলোর সাধারণ অভ্যাসে পরিণত হওয়া উচিত নয়। বিশেষজ্ঞ মহল মনে করেন ইসলাম-ভীতি ছড়ানোর মতো পশ্চিমাদের এ ধরনের নিন্দিত পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিক্রিয়া জানানোই যথেষ্ট নয়। প্রতিরোধমূলক এবং কার্যকর ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তারা মনে করছেন। সবশেষে আল-আজহার, বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাসহ মুসলিম বিশ্বের নেতাদের প্রতি ধর্মীয় পবিত্রতার ওপর আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।
সুইডেনের উগ্র ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান দেশটির সরকারের অনুমতি নিয়ে গত শনিবার স্কটহোমস্থ তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়।ওই কুলাঙ্গার যখন এই অপকর্ম করে তখন সুইডিশ পুলিশ তাকে নিরাপত্তা প্রদান করে। এছাড়া, এর দুদিন পর সোমবার নেদারল্যান্ডের হেগ শহরে উগ্র ডান-পন্থি ইসলাম-বিদ্বেষী ‘পেজিডা’ গোষ্ঠীর নেতা এডউইন ওয়াজেন্সভেল্ড এক-ব্যক্তির একক ইসলামবিরোধী মিছিল বের করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নরাধম পবিত্র কুরআনের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে রাস্তায় ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।