জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মূল্যায়ন
‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে তা ভাবাই যায় না’
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে এটা ভাবাই যায় না। সেক্ষেত্রে জাপান ইউক্রেনের পক্ষ নেয়ায় মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য টোকিওকে চড়া মূল্য দিতে হবে।
আমেরিকার সঙ্গে মিলে ইউক্রেনের প্রতি জাপানের সমর্থন দেয়ার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ইয়োশিরো মোরি বলেন, “ইউক্রেনের প্রতি এত সমর্থন দেয়া কী ঠিক হচ্ছে?” গতকাল টোকিওতে জাপান-ভারত অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
৮৫ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি বুঝতেই পারছেন না কেন জাপান মস্কোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে এত বেশি আগ্রহী।
মোরি ২০০০ ও ২০০১ সালের মাঝামাঝি এক বছরের বেশি সময় পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে জাপানের এই রাজনীতিক নেতৃত্ব দেন।#
পার্সটুডে/এসআইবি/২৬