রাশিয়ার আটক করা সম্পদ ইউক্রেনে পাঠাচ্ছে আমেরিকা
(last modified Sun, 05 Feb 2023 12:48:17 GMT )
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড
    মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ঘোষণা করেছেন যে, রাশিয়ার আটক করা সম্পদ ইউক্রেনের পুনর্গঠনের জন্য পাঠানো হবে। রুশ-বিরোধী নিষেধাজ্ঞার অংশ হিসেবে এসব সম্পদ আটক করা হয়েছে।

রাশিয়ার গণমাধ্যম বলছে, মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রুশ ব্যবসায়ীর কাছ থেকে এসব সম্পদ আটক করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার কারণে রাশিয়ার ব্যবসায়ী কনস্টান্টিন মালোফিয়েভের ৫.৪ মিলিয়ন ডলারের সম্পদ আটক করা হয়েছে।

এই সম্পদ ইউক্রেনের পূনর্গঠনের জন্য কিয়েভে পাঠাবে বলে ঘোষণা করেছেন মেরিক গারল্যান্ড।অ্যাটর্নি জেনারেল বলেন, ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য বাজেয়াপ্ত করা সম্পদ আজ থেকে ‘আমার কর্তৃত্বে’ পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। গত এপ্রিল মাসে রুশ ব্যবসায়ী মালোফিয়েভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।চলতি সপ্তাহের প্রথম দিকে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত আইনজীবীদেরকে রাশিয়ার এই ব্যবসায়ীর ৫.৪ মিলিয়ন ডলারের সম্পদ আটকের অনুমোদন দেয়। আদালতের এই অনুমোদনের পর তার সম্পদ ইউক্রেনে পাঠানোর পথ খুলে যায়।

মালোফিয়েভ রাশিয়া সরকারের সঙ্গে সরাসরি অথবা পরোক্ষভাবে কাজ করছেন বলে দাবি করে মার্কিন অর্থ মন্ত্রণালয় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে মজার ব্যাপার হচ্ছে- ২০১৪ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় রয়েছেন রাশিয়া অর্থডক্স খ্রিষ্টান এই ব্যবসায়ী।গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে সই করেন যার প্রেক্ষাপটে বাজেয়াপ্ত করা সম্পদ পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করার সুযোগ সৃষ্টি হয়। এই সম্পদ ইউক্রেনে পাঠাবে পররাষ্ট্র দপ্তর।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ