ভবন উড়িয়ে দিয়ে মস্কোকে যুদ্ধাপরাধী সাব্যস্তের পরিকল্পনা নিয়েছে ইউক্রেন
(last modified Mon, 06 Feb 2023 09:19:51 GMT )
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৫:১৯ Asia/Dhaka
  • ভবন উড়িয়ে দিয়ে মস্কোকে যুদ্ধাপরাধী সাব্যস্তের পরিকল্পনা নিয়েছে ইউক্রেন

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পূর্বাঞ্চলীয় ক্রামাতর্স্ক শহরের কিছু বেসামরিক ভবন উড়িয়ে দিয়ে মস্কোকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করার পরিকল্পনা নিয়েছে ইউক্রেন। এজন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজেরাই অভিযান চালিয়ে তার দোষ মস্কোর কাঁধে চাপানোর চেষ্টা করবে।

গতকাল (রোববার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, রাশিয়ার নামে এ সমস্ত হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী তিনটি মেডিকেল বিল্ডিং, দুটি ডিসপেনসারি এবং একটি হাসপাতাল ধ্বংস করবে। এ সমস্ত ভবন ও স্থাপনা ধ্বংস করার পর ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ওপর দোষ চাপাবে এবং তারা বলবে- রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এ সমস্ত বেসামরিক ভবন ও স্থাপনায় হামলা চালিয়েছে যা যুদ্ধাপরাধ। এতে আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়াকে দোষারোপ করবে এবং ইউক্রেনের কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রেক্ষাপট তৈরি করবে যা দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাবে ইউক্রেনের সেনারা।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে তবে মস্কো সবসময় বলেছে, বেসামরিক নাগরিক এবং স্থাপনা তাদের লক্ষ্যবস্তু নয়।

যুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছে। এখন তারা নতুন করে অত্যাধুনিক ট্যাংক এবং আগের চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ও প্রোপেল চালিত বোমা সরবরাহের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষাপটে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমাদের এই অস্ত্রের চালান বাড়তে থাকলে রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ