আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুক সহিংসতা: নিহত ৩, আহত ৫
https://parstoday.ir/bn/news/world-i119664-আমেরিকার_মিশিগান_বিশ্ববিদ্যালয়ে_বন্দুক_সহিংসতা_নিহত_৩_আহত_৫
আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক সহিংসতায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মিশগান অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৫:১৩ Asia/Dhaka
  • ঘটনাস্থলে পুলিশ
    ঘটনাস্থলে পুলিশ

আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক সহিংসতায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মিশগান অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। হামলার সময় তিনি মুখে মাস্ক পরে ছিলেন। গুলিবর্ষণের কয়েক ঘণ্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়।  ধারণা করা হচ্ছে, হামলাকারী আত্মহত্যা করেছেন।

এর আগে পুলিশের তরফে জানানো হয়েছিল, লাল রঙের কেডস, গায়ে জিন্সের জ্যাকেট এবং মাথায় বেসবল ক্যাপ পরে হামলা চালান বন্দুকধারী। তাকে ধরিয়ে দেয়ার আহ্বানও জানানো হয়। তবে শেষ পর্যন্ত নিজেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি। তবে কেন তিনি এই সহিংসতা চালিয়েছেন তা পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয়টিতে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।

হামলাকারীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় এলাকার দুটি আলাদা স্থানে গুলি চালিয়েছেন ৪৩ বছর বয়সী হামলাকারী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

ক্যাম্পাস পুলিশের প্রধান ক্রিস রোজম্যান বলেন, “এটি সত্যিই আমাদের জন্য দুঃস্বপ্ন। কেন যে তিনি এই কাজ করতে ক্যাম্পাসে এসেছিলেন তা পরিষ্কার নয়।” তবে, ক্যাম্পাসে এখন আর কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।