আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i119764-আমেরিকাকে_প্রমাণ_করতে_হবে_পাইপলাইন_ধ্বংসে_তার_হাত_ছিল_না_রাশিয়া
রাশিয়া বলেছে, আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসে তার কোনো ভূমিকা ছিল না। সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে নেয়ার জন্য কয়েকশ’ কোটি ডলার খরচ করে রাশিয়া ওই পাইপলাইন নির্মাণ করেছিল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪২ Asia/Dhaka
  • আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না: রাশিয়া

রাশিয়া বলেছে, আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসে তার কোনো ভূমিকা ছিল না। সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে নেয়ার জন্য কয়েকশ’ কোটি ডলার খরচ করে রাশিয়া ওই পাইপলাইন নির্মাণ করেছিল।

ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে গত বছরের ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে এবং এর ফলে দুটি পাইপলাইনই কার্যক্ষমতা হারায়।

সম্প্রতি মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সিমোর হার্শ নিজস্ব তদন্ত শেষে ঘোষণা করেন, মার্কিন ডুবুরিরা রাশিয়ার ওই পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে।  এ সম্পর্কে গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সেপ্টেম্বরের ওই বিস্ফোরণের পরপর মার্কিন সরকার ওই নাশকতামূলক তৎপরতার জন্য রাশিয়াকে দায়ী করেছিল।

রুশ দূতাবাস বলেছে, নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে বিস্ফোরণে ছিল ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ এবং রাশিয়া এ বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না।

নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গত এক দশক ধরে রাশিয়ার গ্যাস জার্মানিতে প্রবেশ করত এবং সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি হতো। রাশিয়া ইউরোপকে বাজারমূল্যের চেয়ে কমদামে এই গ্যাস দিত। আর নর্ড স্ট্রিম-২ পাইপলাইন নতুন করে নির্মাণ করা হলেও বিস্ফোরণের সময় পর্যন্ত তাতে গ্যাস সরবরাহ শুরু করা হয়নি। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।