তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: অন্তত ৩৩ অভিবাসীর সলিল সমাধি
(last modified Mon, 08 Feb 2016 13:30:00 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০১৬ ১৯:৩০ Asia/Dhaka
  • তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: অন্তত ৩৩ অভিবাসীর সলিল সমাধি

৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে দু’টি ইঞ্জিনচালিত নৌকা ডুবে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। তুরস্কের আনাদোলু ও দোগান বার্তা সংস্থা জানিয়েছে, গ্রিসের ‘লেসবস’ দ্বীপের কাছে একটি নৌকাডুবির ঘটনায় ২২ জন প্রাণ হারায়।

নৌকাটিতে বেশ কয়েকটি শিশু ছিল বলে দোগান জানিয়েছে। তুরস্কের হুররিয়াত পত্রিকার অনলাইন সংস্করণ বলেছে, নৌকাটির অন্তত চার যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দোগান আরো জানিয়েছে, তুরস্কের ইজমির প্রদেশের দিকিলি দ্বীপের কাছে আরেকটি নৌকা ডুবে আরো ১১ জনের সলিল সমাধি হয়।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম জানিয়েছে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপে প্রবেশ করতে গিয়ে অন্তত ৩৭৪ ব্যক্তি প্রাণ হারিয়েছে। ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিরা ২০১৫ সালে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার রুটকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে।#

রেডিও তেহরান/এমআই/৮

ট্যাগ