কুখাত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন দুই পাকিস্তানি
আমেরিকার কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগারে বন্দী থাকা দুই পাকিস্তানি সহোদরকে মুক্তি দিয়েছে মার্কিন সরকার। গত দুই দশক ধরে তারা এই কারাগারে বন্দী ছিলেন। মুক্তি পাওয়া দুই ভাইয়ের নাম আব্দুল (৫৫) এবং মোহাম্মদ রাব্বানি (৫৩)। পাকিস্তানে তারা তাদের পরিবারের কাছে ফিরে গেছেন। এর আগে পাকিস্তান কর্তৃপক্ষ তাদেরকে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) রাজধানী ইসলামাবাদ পৌঁছান বন্দীদশা থেকে মুক্তি পাওয়া ওই দুই ভাই। পাকিস্তান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক কমিটির চেয়ারম্যান মুশতাক আহমেদ খান এক টুইটে এই খবর নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, এই দুই জন পুরোপুরি নির্দোষ থাকা সত্ত্বেও তাদের ২১ বছর ধরে বন্দী করে রাখা হয়েছিল। কোনো বিচারকাজ হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। মুশতাক খান জানান, ইসলামাবাদ থেকে তাদেরকে করাচিতে পাঠানো হয়েছে। সেখানেই তাদের পরিবার থাকে। দ্রুতই পরিবারের সঙ্গে একত্র হতে পারবেন তারা।
বহু বিতর্কের পর আমেরিকা এখন গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বিনা বিচারে সেখানে দশকের পর দশক ধরে আটকে রাখা বন্দীদের ছেড়ে দেয়া হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ কিউবাতে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে ওই কারাগার তৈরি করেছিলেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর এই কারাগার তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়।
যে দুই পাকিস্তানিকে মুক্তি দেয়া হলো, তাদেরকে ২০০২ সালে গ্রেপ্তার করে পাক পুলিশ। এরপর তাদেরকে আমেরিকার হাতে তুলে দেয়া হয়। মার্কিন কর্মকর্তারা সে সময় বলেছিলেন, এই দুই ভাই সন্ত্রাসী সংগঠন আল-কায়দাকে নানাভাবে সহায়তা করেছিলেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।