ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীনের শান্তি পরিকল্পনা: পশ্চিমাদের বিরোধিতা
https://parstoday.ir/bn/news/world-i120122-ইউক্রেন_যুদ্ধের_অবসান_ঘটাতে_চীনের_শান্তি_পরিকল্পনা_পশ্চিমাদের_বিরোধিতা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানের জন্য চীনের পরিকল্পনা কাজে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন: রাশিয়ার সুবিধার্থেই চীন ইউক্রেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানের জন্য চীনের পরিকল্পনা কাজে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন: রাশিয়ার সুবিধার্থেই চীন ইউক্রেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে।

এবিসি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন: পুতিন ওই পরিকল্পনা পেয়ে হাত তালি দিচ্ছে। তিনি প্রশ্ন করেন-এ পরিকল্পনার ফায়দাটা কী? তিনি ওই পরিকল্পনায় রাশিয়া ছাড়া ইউক্রেনের জন্য কোনোরকম ফায়দা দেখতে পাচ্ছেন না বলে জানান। তড়িঘড়ি করে চীনের পরিকল্পনার বিরোধিতার মধ্যে আমেরিকা লক্ষ্য-উদ্দেশ্য বুঝতে পারা যায়। কেননা যুদ্ধের অবসান হলে আমেরিকার লাভ নেই, তাদের লাভ হলো যুদ্ধ চলতে থাকার মধ্যে।

বাইডেনের দৃষ্টিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয়, তাও আবার ন্যাটোর সামনে-কিছুতেই মেনে নেওয়া যায় না। এর ফলে ন্যাটোর গুরুত্ব কমে যাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার প্রভাব বেড়ে যাবে। তাছাড়া ইউরোপে নিরাপত্তা, সামরিক ও রাজনৈতিক সমীকরণগুলো পশ্চিমাদের প্রতিকূলে পরিবর্তিত হবে। জো বাইডেন এবং তার সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা মনে করেন, রাশিয়াকে দুর্বল করার এবং বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার পথ বন্ধ করার এটাই অপূর্ব সুযোগ। সুতরাং তারা যে-কোনো মূল্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।

অপরদিকে রাশিয়া মনে করে তাদেরকে দুর্বল করার লক্ষ্যে আমেরিকা যুদ্ধ চালিয়ে যেতে চায়। আর তা হলে ইউক্রেন যুদ্ধ ২০২৩ সালেও শেষ হবে না। কেননা পশ্চিমারা কিয়েভকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে যুদ্ধ ততই বিস্তৃতি লাভ করবে। সুতরাং চীনের দেওয়া শান্তি পরিকল্পনার বিরোধিতা করে আমেরিকা প্রমাণ করেছে তারা আসলে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পক্ষে নয়।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে দেওয়া চীনা শান্তি পরিকল্পনা সমর্থন করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: আমরা চীনের সঙ্গে একমত। নিরাপত্তা পরিষদের কাঠামোর  বাইরে যে-কোনো রকমের বিধিনিষেধ আরোপ করা অবৈধ এবং অসম প্রতিযোগিতা ও অর্থনৈতিক যুদ্ধের শামিল। গুরুত্বপূর্ণ একটি দিক হলো চীনা শান্তি প্রস্তাবের ব্যাপারে ইউক্রেনের অবস্থান স্পষ্ট নয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: চীনা শান্তি প্রস্তাবের অনেক ক্ষেত্রেই আমরা সম্মত তবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব সমর্থনযোগ্য নয়। কেননা এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।