আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি
অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যেকোন পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়া হবে
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে, পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়া হবে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতির মাধ্যমে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ (মঙ্গলবার) এই বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে কিম ইয়ো জং ইঙ্গিত দিয়েছেন যে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের মালিক আমেরিকা কিংবা জাপান নয়।
গত মাসেও কিম ইয়ো জং একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে জবাব হিসেবে উত্তর কোরিয়া সামরিক তৎপরতা বাড়াতে পারে। সে সময় তিনি বলেছিলেন, প্রশান্ত মহাসাগরকে ফাইরিং রেঞ্জ করা হবে কিনা তা মার্কিন সামরিক বাহিনীর আচরণের ওপর নির্ভর করবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।