মার্চ ১৫, ২০২৩ ২০:১৬ Asia/Dhaka
  • এমকিউ-৯ রিপার ড্রোন
    এমকিউ-৯ রিপার ড্রোন

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের ভৌগোলিক সীমানার কাছে মার্কিন সামরিক বাহিনীর অগ্রহণযোগ্য তৎপরতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

আজ (বুধবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ একথা বলেন। এর একদিন আগে কৃষ্ণ সাগরের আকাশে রাশিয়ার সামরিক বাহিনী আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করে।

টেলিগ্রাম পোস্টে রুশ রাষ্ট্রদূত বলেন, "আমরা আশা করি আমেরিকা আরো কোনো মিডিয়া জল্পনা-কল্পনা থেকে বিরত থাকবে এবং রাশিয়ার সীমান্তের কাছে এই ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখবে। রাশিয়ার সীমানার কাছে অস্ত্রশস্ত্র নিয়ে যেকোনো ধরনের তৎপরতাকে আমরা শত্রুতা পূর্ণ কর্মকাণ্ড বলে বিবেচনা করে।”

কৃষ্ণ সাগরীয় অঞ্চলে আমেরিকা নিয়মিত গোয়েন্দা ড্রোনের ফ্লাইট পরিচালনা করে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন অ্যান্তোনভ। তিনি বলেন, আমেরিকার মূল ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে মার্কিন ড্রোনের এই তৎপরতার কি অর্থ থাকতে পারে? রাশিয়া বিষয়টি বেশ ভালোভাবে বুঝতে পারে এবং তা হলো মার্কিন সমস্ত ড্রোন রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইউক্রেনের সামরিক বাহিনীকে দিচ্ছে এবং সেগুলো তারা যুদ্ধক্ষেত্রে কাজে লাগাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫

ট্যাগ