ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন
(last modified Wed, 22 Mar 2023 08:26:20 GMT )
মার্চ ২২, ২০২৩ ১৪:২৬ Asia/Dhaka
  • ব্রিটিশ চ্যালেঞ্জার-২ ট্যাংক
    ব্রিটিশ চ্যালেঞ্জার-২ ট্যাংক

ব্রিটিশ সরকার ইউক্রেনকে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র দেয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ঘটনা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

গত সোমবার ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি লন্ডনে এক বক্তব্যে বলেন, ব্রিটেন ইউক্রেনে চ্যালেঞ্জার ২ নামের যে যুদ্ধ ট্যাংক পাঠাচ্ছে তার কোনো কোনোটিতে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এসব ট্যাংক ইউক্রেনকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কোয় সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা শুধু ইউক্রেনকে ট্যাংকই দিচ্ছে না সেই সঙ্গে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ শেলও পাঠাচ্ছে। যদি এ ঘটনা ঘটে তাহলে রাশিয়া জবাব দিতে বাধ্য হবে।”

এছাড়া, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত মস্কো ও পাশ্চাত্যকে ‘একটি পারমাণবিক সংঘাতের দিকে’ কাছাকাছি নিয়ে যাচ্ছে।তিনি আরো বলেন, “আরেকটি পদক্ষেপ নেয়া হলো এবং আর মাত্র অল্প কিছু পদক্ষেপ বাকি রয়েছে।”

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, অল্প মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলার অর্থ হচ্ছে হাল্কা মাত্রার পারমাণবিক অস্ত্র। তিনি বলেন, “স্বাভাবিকভাবেই রাশিয়াকে কোনো না কোনোভাবে এর জবাব দিতে হবে।”

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্রসস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে এবং এখন পর্যন্ত পশ্চিমারা কয়েকশ’ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ