মার্চ ২৯, ২০২৩ ১৪:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলের বিষয়ে নাক গলাবেন না, দূরে থাকুন: বাইডেনকে নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের কর্মকাণ্ড সম্পর্কে কোনো রকম হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন।

নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেল আবিব মোটেই বরদাস্ত করবে না, তা যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও হয়।
ইসরাইলের বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে নেতানিয়াহু যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করার পর নেতানিয়াহ এই কথা বললেন। তিনি বলেন, এ বিষয়ে ইসরাইল একাই সিদ্ধান্ত নেবে, বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না।
নেতানিয়াহু গতকাল (মঙ্গলবার) টুইটারে কয়েক দফা পোস্ট দেন। এসব পোস্টে তিনি বলেন, গত ৪০ বছর ধরে তিনি জো বাইডেনকে চেনেন এবং ইসরাইলের প্রতি দীর্ঘদিন ধরে বাইডেনের অঙ্গীকার রয়েছে। তবে নেতানিয়াহু তার সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। 
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের চলমান সরকার-বিরোধী বিক্ষোভের ব্যাপারে বলেন, তিনি বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৯

ট্যাগ