নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে আমেরিকার গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে
https://parstoday.ir/bn/news/world-i121544-নিউ_স্টার্ট_চুক্তি_স্থগিত_করে_আমেরিকার_গুপ্তচরবৃত্তি_প্রতিহত_করা_সম্ভব_হবে
রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সই হওয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করার মধ্যদিয়ে মস্কো কিছু নিরাপত্তা সুবিধা পাবে। তিনি বলেন, এর ফলে আমেরিকার গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করার জন্য ওয়াশিংটন দায়ী।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২৩ ১৪:৪৬ Asia/Dhaka
  • নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে আমেরিকার গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে

রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সই হওয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করার মধ্যদিয়ে মস্কো কিছু নিরাপত্তা সুবিধা পাবে। তিনি বলেন, এর ফলে আমেরিকার গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করার জন্য ওয়াশিংটন দায়ী।  

রাশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, “নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে আমরা বাড়তি কিছু নিরাপত্তা সুবিধা অর্জন করেছি।” তিনি আরো বলেন, “আমেরিকা আমাদের সামরিক জগতের তথ্য জানতে নানা রকম চ্যানেল সেট করে। কিন্তু এই চুক্তি স্থগিত করার ফলে আমেরিকার পরিদর্শন সুবিধা বন্ধ হয়ে গেছে, তারা আর তথ্য হাতিয়ে নিতে পারবে না।”
সের্গেই রিয়াবকভ বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার বর্তমান সম্পর্ককে এক কথায় ‘পতন’ বলা যায়। দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে এবং এজন্য আমেরিকা দায়ী।  
গত বছর রাশিয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে। এর ফলে মার্কিন পরিদর্শকরা রাশিয়ার কোনো পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে রাশিয়া এই ব্যবস্থা নেয়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।