এপ্রিল ২১, ২০২৩ ২২:০৮ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো রবার্ট এফ কেনেডি জুনিয়রের মন্তব্যের পর একথা আবারো পরিষ্কার হয়েছে যে, আমেরিকা হচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গডফাদার।

ইরানি মুখপাত্র বলেন, যারা সত্যের ব্যাপারে ইচ্ছা করে নিজেদের চোখ বন্ধ রেখেছেন তাদের উচিত রবার্ট এফ কেনেডি জুনিয়র দায়েশ সম্পর্কে কী বলেছেন সেদিকে মনোযোগ দেয়া। আজ (শুক্রবার) এক টুইটার পোস্টে নাসের কানয়ানি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা যে দায়েশ সৃষ্টি করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যারা সত্যের ব্যাপারে চোখ বন্ধ করে রাখে তাদেরকে রবার্ট এফ কেনেডির বক্তব্য নিশ্চিত হতে সাহায্য করবে। মার্কিন এ রাজনীতিবিদ বলেছেন, "আমরা দায়েশ সৃষ্টি করেছি।"

রবার্ট এফ কেনেডি ডেমোক্র্যাট দল থেকে আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এজন্য তিনি এরইমধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এর অংশ হিসেবে বুধবার বোস্টনে নির্বাচনী সভায় দায়েশ সৃষ্টি প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আমেরিকার পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় সিআইএ’র হাতে। এই ধারাবাহিকতায় ইরাকে মার্কিন সামরিক বাহিনী আগ্রাসন চালিয়েছে এবং নব্য- রক্ষণশীল ও সিআই মিলে ইরাকের সরকার পরিবর্তন করেছে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ