এপ্রিল ২৩, ২০২৩ ১৮:১৫ Asia/Dhaka
  • ইউক্রেনের অস্ত্রের ক্ষুধা মেটাতে হিমশিম খাচ্ছে পাশ্চাত্যের দেশগুলো

আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য পৃষ্ঠপোষক দেশগুলো ইউক্রেন সরকারকে পর্যাপ্ত ট্যাংক, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারেনি।

আসন্ন বসন্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে বড় রকমের সামরিক অভিযান চালাবে বলে জল্পনা চলছে তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারেনি এসব দেশ।

সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া গোপন নথি হতে এমন তথ্য পাওয়া গেছে। দৈনিক নিউ ইয়র্ক টাইমস ফাঁস হওয়া গোপন নথির বরাত দিয়ে এ খবর দিয়েছে।
মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা ধারণা করেছিলেন যে, আসন্ন রুশ-বিরোধী অভিযানে কিয়েভের জন্য ২৫৩টি ট্যাংক যথেষ্ট হবে কিন্তু এ পর্যন্ত ২০০টি ট্যাংকের আশ্বাস মিলেছে। এরমধ্যে ১৪০টি ট্যাংক সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে তৈরি এবং মাত্র ৬০টি ট্যাংক আধুনিক প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলোতে তৈরি।

মার্কিন ওই গোপন নথিতে বলা হয়েছে, আসন্ন বসন্তে ইউক্রেনের তিনটি সেরা ব্রিগেড রাশিয়ার বিরুদ্ধে বহুল কল্পিত সামরিক অভিযানে অংশ নেবে তবে প্রত্যেকটি ব্রিগেডের জন্য অন্তত এক ডজন ট্যাংক কম রয়েছে।
ইউক্রেনকে আমেরিকা যে ৩১টি ট্যাংকের প্রতিশ্রুতি দিয়েছে তা সরবরাহ করার প্রক্রিয়া জোরদার করেছে, যদিও চলতি বছরের শেষের আগে এসব ট্যাংক সরবরাহ করা সম্ভব হবে না। ব্রিটেন তার প্রতিশ্রুত এক ডজন চ্যালেঞ্জের ট্যাংক দিয়েছে এবং জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক এখনো সংস্কারের কাজ চলছে।

মার্কিন গোপন নথিতে আরো বলা হয়েছে, ইউক্রেনকে ১৫৫ মিলিমিটারের গোলাবারুদ সরবরাহের পরিমাণ কমে এসেছে। এ সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে যে, “ইউক্রেনের পেটে গোলাবারুদের জন্য সীমাহীন ক্ষুধা। এই ক্ষুধা মেটানোর জন্য আমেরিকা এবং ইউরোপের অস্ত্র কারখানাগুলোর অন্তত এক বছর সময় লাগবে।”#
পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ