এপ্রিল ২৪, ২০২৩ ০৯:০৮ Asia/Dhaka
  • নাগরনো-কারাবাখ অঞ্চলে যাওয়ার পথে চেকপয়েন্ট বসিয়েছে আজারবাইজান

একটি বিদ্যমান চুক্তি লঙ্ঘন করে আর্মেনিয়া থেকে বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলে যাওয়ার একমাত্র পথে চেকপয়েন্ট বসিয়েছে আজারবাইজান। ওই চুক্তিতে বলা হয়েছে, নাগরনো-কারাবাখ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে।

আজারবাইজানের রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের পক্ষ থেকে লাচিন-খানকেন্দি সড়কের প্রবেশমুখে আজারবাইজানের সার্বভৌম ভূখণ্ডে একটি সীমান্তচৌকি বসিয়েছে। এর আগে সীমান্তে গুলি বিনিময়ের জন্য পরস্পরকে দায়ী করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। সীমান্তচৌকি বসানোর এ ঘটনায় দু’দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে কারাবাখে বসবাসকারী বেশিরভাগ নাগরিক আর্মেনীয়-বংশোদ্ভূত এবং তারা আজারবাইজানের শাসন মেনে নিতে রাজি নয়।

১৯৯০ এর দশকে একবার কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিনব্যাপী যুদ্ধ হয়। এরপর ২০২০ সালে একই কারণে দু’দেশের মধ্যে ছয়-সপ্তাহব্যাপী যুদ্ধে অন্তত ৬,৫০০ মানুষ নিহত হয়।রাশিয়ার মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধের সমাপ্তি হয় এবং তাতে ১৯৯৪ সাল থেকে নিজের নিয়ন্ত্রিত কিছু ভূখণ্ড আজারবাইজানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর্মেনিয়া।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ