অন্য দেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করুন: ব্লিঙ্কেনকে নাসের কানয়ানি
(last modified Wed, 10 May 2023 12:15:13 GMT )
মে ১০, ২০২৩ ১৮:১৫ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন: জনগণের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানকে যারা সমর্থন করে তাদের উচিত জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা।

নাসের কানয়ানি সাফি বলেন: কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠি হারাকাত-আন-নাজালের সন্ত্রাসী হামলায় অন্তত সাড়ে ৪ শ ইরানি শহীদ অথবা আহত হয়েছে। ২০০৫ সালের দিকে ওই সন্ত্রাসী গোষ্ঠিটি গড়ে উঠেছিল সিআইএ, মোসাদ এবং সুইডিশ গুপ্তচর সংস্থা সাপো'সহ কোনো কোনো আঞ্চলিক দেশের পৃষ্ঠপোষকতায়। ইরানের আদালতের রায়ে গত ৪ মে'তে হাবিব ফারাজুল্লাহ চাব নামে যে আসামির মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে সে ছিল ওই সন্ত্রাসী গোষ্ঠির নেতা।

ওই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক টু্‌ইট বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন: সুইডেন-ইরানের দ্বৈত নাগরিকত্বের অধিকারী ফারাজুল্লাহ চাবকে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমেরিকা ওই মৃত্যদণ্ডের নিন্দা জানায় বলে তিনি টুইটে উল্লেখ করেছেন। ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ব্লিঙ্কেন আরও বলেছেন:  ইরানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় আমরা সুইডেনসহ আমাদের অন্যান্য অংশীদারদের সঙ্গে আছি।

তারই পরিপ্রেক্ষিতে কানয়ানি ব্লিঙ্কেনের উদ্দেশে বলেছেন: যে দেশ অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে, সেদেশের উচিত জাতিসংঘ সনদ অনুযায়ী অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে বিরত থাকা।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।