আবারো গ্রেফতারের আশংকা
মুক্তি পেয়ে লাহোরের বাড়ি ফিরেছেন ইমরান খান
পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা ইমরান খান লাহোরে নিজ বাসভবনে ফিরেছেন। তার গ্রেফতারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে নানা নাটকীয়তার পর আজ (শনিবার) ভোরে সড়কপথে জামান পার্কের বাড়িতে ফিরেছেন তিনি।
সামাজিক মাধ্যমে ইমরান খানের পিটিআই দলের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়- শত শত নেতা-কর্মী সমর্থক তার মুক্তির খবরে আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং আজ সকালে নিজের শহর লাহোরে পৌঁছানোর পর উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা তার গাড়ি বহরের ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন।গতকাল শেষ বেলায় ইমরান খান লাহোরে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনে আদালত চত্বর ত্যাগ করেন।
তবে আদালত চত্বর ত্যাগ করার আগে, তিনি আশংকা প্রকাশ করেন, তাকে আবারো গ্রেফতার করা হবে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তাকে সোমবার পর্যন্ত কোনো অভিযোগে গ্রেফতার করতে নিষেধাজ্ঞা দেয়ার পরও তিনি এই আশংকা প্রকাশ করেন।
ইমরান খান সাংবাদিকদের বলেন, “আমাকে আবারো বেআইনিভাবে গ্রেফতার করা হবে, এবার গ্রেফতার করা হবে হাইকোর্টের বাইরে। আমার সহজ বার্তা হলো, পরে যা ঘটবে তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করব?"#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।