আন্তর্জাতিক রিজার্ভে ডলারের অংশ ২৮ বছরের মধ্যে সর্বনিম্নে
(last modified Sat, 27 May 2023 10:36:58 GMT )
মে ২৭, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka
  • আন্তর্জাতিক রিজার্ভে ডলারের অংশ ২৮ বছরের মধ্যে সর্বনিম্নে

সারা বিশ্বে বৈদেশিক মুদ্রা হিসেবে ডলারের রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানাচ্ছে, গত ২৮ বছরের ভেতরে আন্তর্জাতিক রিজার্ভে ডলারের অংশ এখন সর্বনিম্নে। ১৯৯৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে ডলারের যে রিজার্ভ ছিল বর্তমান রিজার্ভ প্রায় তার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বিশ্বে আধিপত্য বিস্তারকারী ডলারের মর্যাদা কমতে শুরু করেছে মূলত রাশিয়ার বৈদেশিক রিজার্ভ বাজেয়াপ্ত করার পর। এরপর থেকে বিশ্বের অনেক দেশ ডলারকে তাদের রিজার্ভ হিসেবে রাখতে চাইছে না। এসব দেশ আশঙ্কা করে- যেকোন মুহূর্তে ডলারকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। 
রাশিয়ার রিজার্ভ বাজেয়াপ্ত করার পর দেশটির মোট ৬৪০ বিলিয়ন ডলারের রিজার্ভের অর্ধেক দিয়ে তারা স্বর্ণ কিনেছে। এছাড়া, সৌদি আরব, চীন, ভারত এবং তুরস্কের মতো দেশ দ্রুত তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলার থেকে অন্য মুদ্রায় স্থানান্তর করছে। এর ধারাবাহিকতায় চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বেড়েছে শতকরা সাত ভাগ। ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে এই মুদ্রায় কোনো লেনদেন হতো না।#
পার্সটুডে/এসআই/‌এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ