পশ্চিমারা আমাদেরকে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করতে বাধ্য করেছে: বেলারুশ
(last modified Mon, 29 May 2023 10:38:39 GMT )
মে ২৯, ২০২৩ ১৬:৩৮ Asia/Dhaka
  • পশ্চিমারা আমাদেরকে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করতে বাধ্য করেছে: বেলারুশ

বেলারুশের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের সামনে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা ছাড়া আর কোনো বিকল্প রাখেনি।

তিনি আরো সুনির্দিষ্ট করে বলেন, পশ্চিমাদের কারণেই বেলারুশ নিজেদের মাটিতে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে। ১৯৯০ সালের দিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেলারুশ স্বাধীন হয় এবং তারপর এই প্রথম দেশটিতে রাশিয়ার পরমাণু অস্ত্র ফিরল।
বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার ভলফোভিচ গতকাল (রোববার) বলেন, ১৯৯০ সালের দিকে যখন বেলারুশ থেকে রাশিয়ায় পরমাণু অস্ত্র ফেরত পাঠানো হয় তখন আমেরিকা বেলারুশকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল এবং তখন দেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু এখন সবকিছুই বদলে গেছে। বেলারুশের মাটিতে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে কৌশলগত যুদ্ধের একটি পদক্ষেপ হিসেবে।
সম্প্রতি, ইউক্রেনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো জানিয়েছেন, তার দেশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু হয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।