জুন ০১, ২০২৩ ১৫:২৬ Asia/Dhaka
  • বাইডেনের সাবেক সহকারী তারা রিড
    বাইডেনের সাবেক সহকারী তারা রিড

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক সহকারী তারা রিড রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের ইঙ্গিত দিয়েছেন। এর আগে তিনি বাইডেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

গত মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি আশা করছেন রাশিয়ায় নিরাপত্তা পাবেন। তারা রিড বলেন, রাশিয়া এমন একটি দেশ যেখানে তিনি কখনো শত্রু বলে বিবেচিত হননি। তিনি জানান, মস্কোয় তার যেসব বন্ধু রয়েছেন তারা আমাকে স্বাগত জানাতে হাত বাড়িয়ে দিয়েছেন।
তারা রিড ইঙ্গিত দিয়েছেন যে, তিনি যেহেতু আমেরিকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সে কারণে তিনি রাশিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য আবেদন জানাতে পারেন। একসময়ের কংগ্রেসনাল সহকারী তারা রিড বর্তমানে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ আনার পর তিনি বারবার নির্যাতিত হয়েছেন। এজন্য তিনি রাশিয়ায় নিরাপত্তা খুঁজে পেতে চান। তারা রিড বলেন, "আমি একটি অনুরোধ জানাচ্ছি এবং সেটি বেশ বড় বিষয়। আমি রাশিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে আবেদন জানাতে যাচ্ছি।” তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তিনি রাশিয়ার একজন সুনাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তারা রিড বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী বাইডেন ১৯৯৩ সালে তাকে ধর্ষণ করেছিলেন। সে সময় তারা রিড সিনেটর বাইডেনের সহকারী হিসেবে কাজ করছিলেন। বাইডেন এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ