জুন ০২, ২০২৩ ১৩:৫০ Asia/Dhaka
  • বিশ্বকে মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্তি দেয়ার সময় হয়েছে

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, উন্নয়নশীল বিশ্ব তাদের বৈদেশিক বাণিজ্য থেকে মার্কিন ডলার বাদ দিতে পারলে ওয়াশিংটনের আধিপত্য থেকে তাদের মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হবে। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

কিউবার প্রেসিডেন্ট বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রূপান্তর করায় আমেরিকা গোটা বিশ্বের ওপর ছড়ি ঘোরানোর সুযোগ পেয়েছে। মার্কিন সরকার বিভিন্ন দেশের বিরুদ্ধে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ব্ল্যাকমেইল, আগ্রাসন ও অপবাদ দেয়ার কাজে ডলারকে ব্যবহার করছে।

ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত সংস্থা ব্রিক্স আন্তর্জাতিক লেনদেন থেকে ডলার বাদ দেয়ার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন কিউবার প্রেসিডেন্ট। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে ব্রিক্স গঠিত হয় এবং ২০১০ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। এসব দেশ বেশ কিছুদিন ধরে তাদের বাণিজ্যিক লেনদেনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করছে।

কিউবা ব্রিক্সের সদস্যদেশ না হলেও রাশিয়ার সঙ্গে হাভানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত বছর মস্কো ও হাভানার মধ্যকার বাণিজ্যিক লেনদেন তিনগুণ বেড়ে ৪৫ কেটি ২০ লাখ ডলারে উন্নীত হয়।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ