ইরানের পাল্টা হামলায় ইসরাইলের সেনা গোয়েন্দা সংস্থার লজিস্টিকাল সদরদপ্তর ধ্বংস
https://parstoday.ir/bn/news/iran-i149970-ইরানের_পাল্টা_হামলায়_ইসরাইলের_সেনা_গোয়েন্দা_সংস্থার_লজিস্টিকাল_সদরদপ্তর_ধ্বংস
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক সেনা গোয়েন্দা সংস্থার লজিস্টিকাল হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে। অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’র অংশ হিসেবে গতকাল মঙ্গলবার চালানো হামলায় ‘আমান’ নামে খ্যাত ওই সদরদপ্তর ধ্বংস হয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৮, ২০২৫ ০৯:৩৩ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের সামরিক সেনা গোয়েন্দা সংস্থার লজিস্টিকাল হেডকোয়ার্টার আগুনে জ্বলছে (মঙ্গলবারের ছবি)
    ইহুদিবাদী ইসরাইলের সামরিক সেনা গোয়েন্দা সংস্থার লজিস্টিকাল হেডকোয়ার্টার আগুনে জ্বলছে (মঙ্গলবারের ছবি)

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক সেনা গোয়েন্দা সংস্থার লজিস্টিকাল হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে। অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’র অংশ হিসেবে গতকাল মঙ্গলবার চালানো হামলায় ‘আমান’ নামে খ্যাত ওই সদরদপ্তর ধ্বংস হয়।

ইরান ওই সদরদপ্তরকে টার্গেট করেই হামলাটি চালিয়েছিল এবং এ সময় ওই দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘ইউনিট ৮২০০’ নামের একটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে যে, ইসরাইলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী গিলিলট সামরিক ঘাঁটির ভেতরে অবস্থিত সেনা গোয়েন্দা দপ্তর ‘ইউনিট ৮২০০’র উপর সফলভাবে আঘাত হানা হয়।  আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ‘ইউনিন ৮২০০’ ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্টি আগুনে ভস্মিভূত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে লজিস্টিকাল সদরদপ্তর ‘আমানেও’ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।  ‘আমান’ হচ্ছে ইসরাইলের সবচেয়ে পুরনো গোয়েন্দা সংস্থা যেটি অবৈধ এই রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই গঠন করা হয়। মোসাদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইরানসহ বিশ্বব্যাপী নাশকতামূলক তৎপরতা চালানোর কাজে ‘আমান’কে ব্যবহার করা হয়।

ইরানের প্রতিশোধমূলক হামলার ছবি, ভিডিও ও যেকোনো তথ্য প্রচারের ওপর ইহুদিবাদী ইসরাইল কঠোর বিধিনিষেধ আরোপ করে রাখলেও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আমান’ ও ‘ইউনিট ৮২০০’তে আগুন লেগে যাওয়ার একাধিক ছবি ও ভডিও ছড়িয়ে পড়ে।

দখলদার ইসরাইল গত শুক্রবার ভোররাতে ইরানে অকস্যাৎ হামলা চালানোর পর সেদিন রাত থেকেই ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। অপরেশন ট্রু প্রমিজ ৩ নামক এই অভিযান অনির্দিষ্টকালের জন্য চলবে বলে আইআরজিসি জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৮