‘রাশিয়া আর কখনো আমেরিকার শাসন মেনে নেবে না’
https://parstoday.ir/bn/news/world-i124090
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৬, ২০২৩ ১৯:০৮ Asia/Dhaka
  • ‘রাশিয়া আর কখনো আমেরিকার শাসন মেনে নেবে না’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।

গতকাল (সোমবার) তাজিকিস্তান সফরে গিয়ে ল্যাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃংখলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।
ল্যাভরভ বলেন, “গত কয় বছর ধরে আমরা আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ফিরেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াশিংটন যে নিজেদের শাসনব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে, রাশিয়া তা কখনো মানবে না। রাশিয়ার পদক্ষেপ ধীর গতির, তবে নিশ্চিত।”
আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান ল্যাভরভ। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং নিরাপত্তা দেয়ার কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে সিদ্ধহস্ত।#

পার্সটুডে/এসআইবি/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।