চীন-মার্কিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে: ব্লিঙ্কেনকে বললেন গ্যাং
https://parstoday.ir/bn/news/world-i124600-চীন_মার্কিন_সম্পর্ক_সর্বনিম্ন_পর্যায়ে_ব্লিঙ্কেনকে_বললেন_গ্যাং
চীনের পররাষ্ট্রমন্ত্রী জিন গ্যাং বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তিনি আরো বলেছেন, এই অবস্থা দু’দেশের কারো স্বার্থ রক্ষা করবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৯, ২০২৩ ১১:৫২ Asia/Dhaka
  • চীন-মার্কিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে: ব্লিঙ্কেনকে বললেন গ্যাং

চীনের পররাষ্ট্রমন্ত্রী জিন গ্যাং বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তিনি আরো বলেছেন, এই অবস্থা দু’দেশের কারো স্বার্থ রক্ষা করবে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে। গত পাঁচ বছরের মধ্যে প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীন সফরে গেছেন ব্লিঙ্কেন।

জিন গ্যাং তার মার্কিন সমকক্ষকে বলেন, চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দু’দেশের সম্পর্ক আর কখনও এতটা তলানিতে ঠেকেনি। এ পরিস্থিতি চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের জনগণের জন্যই কল্যাণকর নয়।

চীনা কর্তৃপক্ষ আমেরিকার ব্যাপারে একটি ‘ধারাবাহিক স্থিতিশী’ নীতি বজায় রেখেছে বলে জানান কিন। তিনি বলেন, তার দেশ দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে বেইজং-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করতে চায়। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাজেই বেইজিংও আশা করে মার্কিন পক্ষও চীনের প্রতি বাস্তবস্মত ও যৌক্তিক অবস্থান গ্রহণ করবে।

বাণিজ্য, প্রযুক্ত এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে চীন ও আমেরিকার সম্পর্কে ভাটা পড়েছে। মার্কিন সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘এক চীন নীতি’ লঙ্ঘন করে তাইওয়ানের সঙ্গে একটি স্বাধীন দেশের সতো সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় ওই সম্পর্কের আরো অবনতি হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।