‘ভিক্ষার ঝুলি’ হাতে নিয়ে বেইজিং-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: উত্তর কোরিয়া       
https://parstoday.ir/bn/news/world-i124686
ভিক্ষার ঝুলি’ হাতে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফরে এসেছিলেন বলে উপহাস করেছে উত্তর কোরিয়া। দেশটি আরো বলেছে, ব্লিঙ্কেনের এই সফর প্রমাণ করেছে বেইজিংয়ের প্রতি মার্কিন চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২২, ২০২৩ ০৯:৩১ Asia/Dhaka
  •  ‘ভিক্ষার ঝুলি’ হাতে নিয়ে বেইজিং-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: উত্তর কোরিয়া       

ভিক্ষার ঝুলি’ হাতে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফরে এসেছিলেন বলে উপহাস করেছে উত্তর কোরিয়া। দেশটি আরো বলেছে, ব্লিঙ্কেনের এই সফর প্রমাণ করেছে বেইজিংয়ের প্রতি মার্কিন চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রত গণমাধ্যম- কেসিএনএ’তে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেছেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জং ইয়ং।

তিনি বলেন, ব্লিঙ্কেনের বিরল চীন সফরের উদ্দেশ্য ছিল উত্তেজনা প্রশমন করার জন্য বেইজিংয়ের প্রতি ভিক্ষার ঝুলি বাড়িয়ে দেয়া; কারণ চীনকে চাপে রাখতে ও দেশটিকে সংযত করতে আমেরিকা যে প্রচেষ্টা চালিয়েছে তা বুমেরাং হয়ে মার্কিন অর্থনীতিতে মারাত্মক আঘাত হানতে যাচ্ছে। উত্তর কোরিয়ার এই বিশ্লেষক কোয়াডের মতো চীন-বিরোধী জোট  দিয়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটনকে দায়ী করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে গত রোববার চীন সফরে যান। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ চীন ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করা ছিল তার এ সফরের মূল উদ্দেশ্য।এ সফরে ব্লিঙ্কেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।