ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার
https://parstoday.ir/bn/news/world-i124728-ইউক্রেনকে_নিষিদ্ধ_বোমা_ক্লাস্টার_দিতে_পারে_মার্কিন_সরকার
ক্লাস্টার বা গুচ্ছ বোমা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই বোমা সরবরাহ করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২৩ ১৩:২৫ Asia/Dhaka
  • ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার

ক্লাস্টার বা গুচ্ছ বোমা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই বোমা সরবরাহ করতে পারে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা লরা কুপার গতকাল (বৃহস্পতিবার) মার্কিন কংগ্রেসম্যানদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের কাছে এই অস্ত্র পাঠানোর পক্ষে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের পরামর্শের কথা তুলে ধরেন।

তিনি বলেছেন, মার্কিন সেনারা মনে করেন ইউক্রেনকে এই অস্ত্র দেয়া হলে তা স্থল যুদ্ধে রুশ সেনাদের পিছু হটানোর ক্ষেত্রে সহায়ক হবে। ইউক্রেন সরকার দ্বিমুখী কাজে ব্যবহারযোগ্য প্রথাগত গোলা-বারুদের উন্নত সংস্করণ (Dual-Purpose Conventional Improved Munitions বা DPICM) পাঠাতে জো বাইডেনের মার্কিন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে।

কুপার বলেছেন,  আনুষ্ঠানিকভাবে কিয়েভের কাছে এখনও মার্কিন সরকার এ ধরনের অস্ত্র পাঠানোর অনুমোদন দেয়নি কংগ্রেসের বাধা ও মার্কিন মিত্রদের উদ্বেগের কারণে। তবে পলিটিকোসহ কোনো কোনো মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন কংগ্রেসের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইউক্রেনের কাছে এ ধরনের অস্ত্র তথা DPICM পাঠাতে পারেন।

ইউক্রেনের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত একজন মার্কিন কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে গত ডিসেম্বর মাসে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে যুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্লাস্টার বোমা উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতিক এক চুক্তি বা কনভেনশনের আলোকে ক্লাস্টার বোমা তৈরি ও ব্যবহার নিষিদ্ধ। বিশ্বের একশ'রও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও মার্কিন সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হলে একটি অঞ্চলের বিশাল এলাকায় এ ধরনের বোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছড়িয়ে পড়ে এবং তাতে বহু বেসামরিক মানুষও হতাহত হয়। নিক্ষেপের বহুকাল পরও এইসব বোমার ধ্বংসাত্মক প্রক্রিয়া অব্যাহত থাকে। #

পার্সটুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।