ইসরাইলের দূতকে তলব করল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i124924-ইসরাইলের_দূতকে_তলব_করল_রাশিয়ার_পররাষ্ট্র_মন্ত্রণালয়
মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের চার্জ দ্যা অ্যাফেয়ার্স রোনেন ক্রাউসকে গতকাল (মঙ্গলবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০২৩ ১৮:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলের দূতকে তলব করল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের চার্জ দ্যা অ্যাফেয়ার্স রোনেন ক্রাউসকে গতকাল (মঙ্গলবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ইউক্রেনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত মাইকেল ব্রদোস্কির সাম্প্রতিক এক মন্তব্যের জের ধরে মস্কোয় নিযুক্ত ইসরাইলি চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।

ব্রদোস্কি মন্তব্য করেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইউক্রেনীয় নাৎসি সহযোগীদের উদযাপন "বাস্তবিক অর্থে বন্ধ করা যাবে না”।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বৈঠকের সময় ক্রাউসকে স্মরণ করিয়ে দেয়া হয় যে, কীভাবে রাশিয়া এবং ইসরাইল অতীতে "ইতিহাস পুনর্লিখন এবং নাৎসি সহযোগীদের মহান হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য প্রচুর কাজ করেছে"।

রাশিয়ার পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়াভীতি ছড়িয়ে দেয়ার জন্য যারা হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে নির্মোহ মূল্যায়ন হওয়া দরকার।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের বিভিন্ন গোষ্ঠী অ্যাডলফ হিটলারের বাহিনীকে সহযোগিতা করেছিল।

সে সময় রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ওপর হিটলারের নাৎসি বাহিনীর সহযোগীরা বর্বর অত্যাচার চালিয়েছিল। ইউক্রেন থেকে নাৎসি বাহিনীর সহযোগী হিসেবে স্টেপান বান্দেরা এবং রোমান সেকিভিচ কাজ করে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।