জুন ৩০, ২০২৩ ১৪:৪৩ Asia/Dhaka
  • সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড়

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই নিন্দা ও প্রতিবাদ চলছে সমস্ত আরব বিশ্বে এবং বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে।

গত বুধবার সুইডেনের একটি আদালতের অনুমতি নিয়ে দুই দুষ্কৃতকারী মুসলিমদের এই পবিত্র জীবনবিধান আল কুরআন রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পুড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেয়ার জন্য সুইডেন সরকারের সমালোচনা করেন। তিনি তার টুইটার পেইজে এক পোস্টে লিখেছেন, "পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের এই অবমাননার বিরুদ্ধে সারা মুসলিম বিশ্ব জোরালো ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।"

তিনি বলেন, বাক স্বাধীনতার নামে এ ধরনের ভিন্ন কর্মকাণ্ড সন্ত্রাসবাদ এবং চরমপন্থাকে উসকে দেবে যা পশ্চিমাদের জন্য বুমেরং হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ ঘটনাকে উস্কানিমূলক, অন্যায় এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই ধরনের তৎপরতার বিপদ এবং পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে সংস্থাটি বলেছে, এ ঘটনা কোনমতেই সহাবস্থান ও সংযমের নজির হতে পারে না। 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আঙ্কারা কখনোই এ ধরনের উস্কানি এবং হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, “আমরা পশ্চিমাদের কাছ থেকে যে বলদর্পী ও অপমানজনক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি তা কোনমতেই চিন্তার স্বাধীনতা হতে পারে না।” তিনি বলেন, তুরস্ক শক্তিশালী ভাষায় প্রতিক্রিয়া জানাবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাকে “ঘৃণ্য” বলে মন্তব্য করেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় বলেছে, বার বার এই ঘৃণ্য তৎপরতা চালানো হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই তৎপরতা সুস্পষ্টভাবে ঘৃণা, বিদ্বেষ এবং বর্ণবাদী তৎপরতা উস্কে দেয়ার চেষ্টা দেয়ার প্রচেষ্টা। বিশ্বব্যাপী যে সহনশীলতার মূল্যবোধ ছড়িয়ে দেয়ার চেষ্টা চলছে এটি তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিকী। 

সুইডেনে কুরআন পোড়ানোর বিরুদ্ধে একইভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, কুয়েত, জর্দান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০

ট্যাগ