মেক্সিকোয় বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ ব্যক্তি নিহত
(last modified Mon, 20 Jun 2016 06:41:23 GMT )
জুন ২০, ২০১৬ ১২:৪১ Asia/Dhaka
  • মেক্সিকোয় বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের  সংঘর্ষে  ৬ ব্যক্তি নিহত

মেক্সিকোয় বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের প্রচণ্ড সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ইউনিয়ন নেতাদের আটকের প্রতিবাদে এ বিক্ষোভ ডাকা হয়েছিল।

মেক্সিকোর শিক্ষকদের জাতীয় ইউনিয়নের দলছুট অংশ সিএনটিইভুক্ত হাজার হাজার শিক্ষক রোববার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকা পৌরসভার কয়েকটি সড়কে বিক্ষোভ করেন। সরকারের প্রস্তাবিত শিক্ষা সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ প্রস্তাবিত সংস্কার অনুযায়ী শিক্ষকদেরকে বাধ্যতামূলক মূল্যায়ন পরীক্ষা দিতে হবে। এ ছাড়া, কয়েকটি অভিযোগে দুই ইউনিয়ন নেতার সাম্প্রতিক আটকের বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা।

দাঙ্গা পুলিশ সড়ক অবরোধকারী শিক্ষকদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। ওয়াক্সাকার প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, সহিংসতায় ছয় জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই বয়সে তরুণ বলেও জানান তিনি। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দাবি করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২০

 

ট্যাগ