আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মন্তব্য
'জেলেনস্কি পুরো বিশ্বকে দোযখে পরিণত করেছেন'
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুরো বিশ্বকে দোজখে পরিণত করেছেন।
তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই পশ্চিমাদের উচিত জেলেনস্কির লাগাম টেনে ধরা।রাশিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে জেলেনস্কি এখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে এই যুদ্ধের মধ্যে টেনে আনতে চাইছেন।
এজন্য তিনি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র যাপোরিজিয়ায় হামলা চালানোর পাঁয়তারা করছেন। জেলেনস্কি তার সেনাদের দিয়ে এই হামলা চালিয়ে রাশিয়ার ওপর দায় চাপানোর ষড়যন্ত্র করছেন। মার্কিন গণমাধ্যম নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন।
অ্যান্টোনভ বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যত অভিযোগ করেছেন সবই নিজেদের নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে।
তবে পার্থক্য হচ্ছে এবার ঝুঁকিটা বাস্তব হয়ে দেখা দিয়েছে এবং ইউরোপ পরমাণু ঝুঁকির মুখে পড়েছে।গত কিছুদিন থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করে আসছেন যে, যাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেয়ার জন্য রাশিয়া বিস্ফোরক পাতছে।
তবে রাশিয়া এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।যুদ্ধ শুরুর পর পরই রাশিয়া এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করে আসছে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।