রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগ
ড্রোন ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগকে ভিত্তিহীন বলল ইরান
ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান।
একইসঙ্গে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা থেকে বিরত থাকার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইরানি দূতাবাস আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন-রাশিয়া চলমান সংঘাতে ইরান নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সনদে সদস্য দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে।
তেহরানের এই বিবৃতির একদিন আগে ন্যাটো সামরিক জোট চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে মস্কোকে সমর্থন না দিতে এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ না করতে ইরানের প্রতি আহ্বান জানায়।এর জবাবে ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ নিতান্তই ভিত্তিহীন এবং অদূরদর্শিতার ফল।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।