ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/event-i143788-ইসরাইলের_যুদ্ধবাজ_প্রধানমন্ত্রী_নেতানিয়াহুর_বাসভবনে_আবারও_ড্রোন_হামলা
দখলদার ইসরাইলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২৪ ১৬:২২ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা

দখলদার ইসরাইলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। 

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতরাতে (বৃহস্পতিবার রাতে) হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো।

ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন।

এর আগে গতমাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ঐ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।#

পার্সটুডে/এসএ/১৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।