মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক দরপতন
(last modified Thu, 13 Jul 2023 13:01:11 GMT )
জুলাই ১৩, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka
  • মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক দরপতন

বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক দরপতন হয়েছে। জুন মাসে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়েও বেশি কমার পরও ডলারের দরপতন হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে মূল্যস্ফীতি তিন শতাংশ কমেছে। 

এর ফলে স্বাভাবিক ভাবেই অন্যান্য মুদ্রা চাঙা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এ প্রেক্ষাপটে ইউরোর দর বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র এই মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ ডলার ১০১৮ সেন্টে।

পাউন্ডের দামও বেড়েছে। ব্রিটিশ মুদ্রাটির দর স্থির হয়েছে ১ ডলার ২৯৪০ সেন্টে। গত ১৫ মাসের মধ্যে তা সবচেয়ে বেশি। জাপানি মুদ্রা ব্যাপক শক্তিশালী হয়েছে। প্রতি গ্রিনব্যাকের মূল্যমান দাঁড়িয়েছে ১৪০ ইয়েনে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক।

নিউজিল্যান্ডের মুদ্রার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। ১ কিউই কারেন্সির দর হয়েছে শূন্য দশমিক ৬২১৯ ডলার। অস্ট্রেলিয়ার মুদ্রা ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।