যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করবে ইরান ও রাশিয়া
(last modified Sat, 15 Jul 2023 14:06:12 GMT )
জুলাই ১৫, ২০২৩ ২০:০৬ Asia/Dhaka
  • কাজেম জালালি
    কাজেম জালালি

রাশিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, একটি যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে। এই উদ্যোগের ফলে ইরান এবং রাশিয়ার কৌশলগত সহযোগিতা আরো জোরদার হবে বলে উল্লেখ করেন তিনি।

রুসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে গতকাল (শুক্রবার) দেয়া এক সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, তেহরান-মস্কো জাহাজ বহরের সহযোগিতা শক্তিশালী করার জন্য ইরান ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনা করেছেন। তার অংশ হিসেবে এই যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।
কাজেম জালালি বলেন, "আমাদের বন্দরকে আরো বেশি সক্ষম করে তোলা প্রয়োজন, জাহাজ বহরকে শক্তিশালী করার দরকার রয়েছে। এমনকি একটি যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠাতা প্রয়োজন। এসব নিয়ে আমি রাশিয়া ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার আন্দ্রে বেলুসভের সঙ্গে আলোচনা করেছি। ইরানের পরিবহনমন্ত্রীও বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। আমাদের রাশিয়ার বন্ধুরা যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।"
ইরানি রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বন্দর উন্নত করা প্রয়োজন এবং রেল রোডের মতো সেগুলোকে সংযুক্ত করা দরকার। দুই দেশের মধ্যে জাহাজে পণ্য পরিবহনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ইরান ও রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য কাজ করছে। দুই দেশের বাণিজ্য ও আমদানি-রপ্তানি যেমন বাড়ছে, তেমনি কৌশলগত সহযোগিতাও জোরদার হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ