শান্তি আলোচনায় অংশ নিতে সৌদি আরবে সুদানি প্রতিনিধিদল
https://parstoday.ir/bn/news/world-i125592
সুদানের একটি সরকারি প্রতিনিধিদল দেশটিতে কয়েক মাস ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফের সঙ্গে আলোচনা শুরু করতে সৌদি আরব সফরে গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৬, ২০২৩ ১১:৪৭ Asia/Dhaka
  • শান্তি আলোচনায় অংশ নিতে সৌদি আরবে সুদানি প্রতিনিধিদল

সুদানের একটি সরকারি প্রতিনিধিদল দেশটিতে কয়েক মাস ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফের সঙ্গে আলোচনা শুরু করতে সৌদি আরব সফরে গেছে।

সুদান সরকারের একটি সূত্র জানিয়েছে, শনিবার দেশটির প্রতিনিধিদলটি সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় পৌঁছৈছে। এর আগে আমেরিকা ও সৌদি আরবের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর গতমাসে শান্তি আলোচনা স্থগিত করে দেয় ওয়াশিংটন ও রিয়াদ।

গত ২০ মে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সুদানের সংঘর্ষরত দুই পক্ষ নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়।কিন্তু কার্যত সংঘর্ষ কখনওই বন্ধ হয়নি এবং ওই চুক্তি লঙ্ঘনের জন্য সুদানের সেনাবাহিনী ও আরএসএফ পরস্পরকে দায়ী করে আসছে।

ওদিকে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেশটির ওমদুরমান শহরের একটি হাসপাতালে শনিবার এক ড্রোন হামলায় অন্তত চার বেসামরিক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছে। হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে ওই মন্ত্রণালয়।

সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান মোহাম্মাদ হামদান দাগালোর মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে কয়েক মাস ধরে গৃহযুদ্ধ চলছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬