'পাল্টা অভিযানে বিপুলসংখ্যক সেনা হারাচ্ছে ইউক্রেন'
https://parstoday.ir/bn/news/world-i125852-'পাল্টা_অভিযানে_বিপুলসংখ্যক_সেনা_হারাচ্ছে_ইউক্রেন'
রাশিয়ার বিরুদ্ধে চলমান পাল্টা সামরিক অভিযানে ইউক্রেন প্রতিদিন বিপুল সংখ্যক সেনা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপদ উপদেষ্টা জেইক সালিভান। তিনি বলেন, যদিও ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারাচ্ছে তবে এখনো দেশটির হাতে বহু সংখ্যক সেনা রিজার্ভ রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২৩ ১৫:১৩ Asia/Dhaka
  • 'পাল্টা অভিযানে বিপুলসংখ্যক সেনা হারাচ্ছে ইউক্রেন'

রাশিয়ার বিরুদ্ধে চলমান পাল্টা সামরিক অভিযানে ইউক্রেন প্রতিদিন বিপুল সংখ্যক সেনা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপদ উপদেষ্টা জেইক সালিভান। তিনি বলেন, যদিও ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারাচ্ছে তবে এখনো দেশটির হাতে বহু সংখ্যক সেনা রিজার্ভ রয়েছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যাসপেন সিকিউরিটি ফোরামের বৈঠকে সঞ্চালক এডওয়ার্ড লুসি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের কাছে জানতে চান- ইউক্রেনের প্রকৃত পাল্টা সামরিক অভিযান শুরু হতে বাকি কিনা। জবাবে তিনি বলেন, "যেদিন থেকে ইউক্রেনের জনগণ জীবন দিচ্ছে সেদিন থেকেই তাদের অভিযান শুরু হয়েছে। এরইমধ্যে     ইউক্রেনের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে। ফলে এই অভিযান চলছে সে কথা বলতেই হবে। তবে এই অভিযান বেশ কঠিন অবস্থার মধ্যদিয়ে চলছে এবং আমরা বলছি এটা কঠিন অবস্থার মধ্য দিয়েই চলবে।"

সালিভান দৃঢ়তার সাথে বলেন, ইউক্রেনের হাতে বিপুল সংখ্যক সেনা রয়েছে যারা এখনো যুদ্ধে যোগ দেয় নি। ইউক্রেন এখন উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে যখন এসব যোদ্ধা যোগ দিলে যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ প্রভাব পড়বে। যখন এসব সেনা যুদ্ধে যোগ দেবে তখন বোঝা যাবে এই পাল্টা অভিযানের ফলাফল।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২২