সুদানের দারফুর অঞ্চলে ছড়িয়েছে গৃহযুদ্ধ; রকেট হামলায় নিহত ১৬
https://parstoday.ir/bn/news/world-i125918-সুদানের_দারফুর_অঞ্চলে_ছড়িয়েছে_গৃহযুদ্ধ_রকেট_হামলায়_নিহত_১৬
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে রকেট হামলায় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আইনজীবীদের একটি স্থানীয় ইউনিয়ন জানিয়েছে। ওই ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের মধ্যে রকেট বিনিময়ের সময় ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়। দক্ষিণ দারফুর অঞ্চলের রাজধানী নিয়ালায় গতকাল এ ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০২৩ ১৯:৪২ Asia/Dhaka
  • সুদানের দারফুর অঞ্চলে ছড়িয়েছে গৃহযুদ্ধ; রকেট হামলায় নিহত ১৬

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে রকেট হামলায় অন্তত ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আইনজীবীদের একটি স্থানীয় ইউনিয়ন জানিয়েছে। ওই ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের মধ্যে রকেট বিনিময়ের সময় ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়। দক্ষিণ দারফুর অঞ্চলের রাজধানী নিয়ালায় গতকাল এ ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়।

সংঘর্ষের সময় অন্তত একজন স্নাইপারের গুলিতে নিহত হয় বলে আইনজীবীদের ইউনিয়ন জানায়।

সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক ডেপুটি- জেনারেল মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে গত মধ্য এপ্রিলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। জেনারেল দাগলো বর্তমানে আরএসএফের প্রধানের দায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনী ও আরএসএফের প্রতিনিধিদের মধ্যে বর্তমানে সৌদি আরবে শান্তি আলোচনা চলমান রয়েছে। তবে সুদানের সেনাবাহিনী এখন পর্যন্ত একথা স্বীকার করেনি যে, আরএসএফের সঙ্গে খার্তুমের শান্তি চুক্তি আসন্ন।

সুদানের গত তিন মাসের সহিংসতার জের ধরে অন্তত ২০ হাজার মানুষ প্রতিবশেী দেশ চাদে আশ্রয় নিয়েছে। দারফুরকে আরএসএফের শক্তিশালী ঘাঁটি বলে মনে করা হয়। সেখানকার সংঘর্ষ মূলত দারফুর রাজ্যের রাজধানী নিয়ালায় কেন্দ্রীভূত রয়েছে। সুদানের রাজধানী খার্তুম ও এর আশপাশেও সংঘর্ষ চলছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।