জুলাই ২৪, ২০২৩ ০৯:১৩ Asia/Dhaka
  • অ্যান্টনি ব্লিঙ্কেন
    অ্যান্টনি ব্লিঙ্কেন

ইউক্রেন রাশিয়ার হাতে বেদখল হয়ে যাওয়া ভূমির শতকরা ৫০ ভাগ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

ব্লিঙ্কেনের এ ব্ক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচারিত হয়েছে যে, পশ্চিমাদের সমর্থন নিয়ে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা হামলা শুরু করেছে তাতে ব্যাপকভাবে মার খেয়েছে কিয়েভ বাহিনী।

অ্যান্টনি ব্লিঙ্কেন তার সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার দখল করা ভূমির শতকরা ৫০ ভাগ এরইমধ্যে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, আরো সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা হামলার ফলাফল পর্যালোচনার সময় এখনও আসেনি এবং এ অভিযান হবে চ্যালেঞ্জিং।

সিএনএনকে ব্লিঙ্কেন বলেন, “পাল্টা হামলা সবেমাত্র শুরু হয়েছে। এ হামলা অত্যন্ত কঠিন।আগামী সপ্তাহ কিংবা আগামী মাসেই এটি শেষ হয়ে যাবে না। আমরা এখনও পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় কয়েক মাস সময় লাগবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন পশ্চিমা দেশগুলো আশা করেছিল, তাদের সরবরাহ করা সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে ইউক্রেনের সেনারা অতি দ্রুত রুশ বাহিনীকে কুপোকাত করে ফেলবে। কিন্তু বাস্তবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী অস্ত্রের সজ্জিত রুশ বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না ইউক্রেনের সেনাবাহিনী। যদিও কিয়েভ বাহিনী এ পর্যন্ত দেশের দক্ষিণের কিছু গ্রাম এবং পূর্বের বিখ্যাত বাখমুত শহরের আশপাশের কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্ট হামলা শুরু করে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ