ক্রিমিয়ার ওপর আরো হামলার অঙ্গীকার করল ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i126050-ক্রিমিয়ার_ওপর_আরো_হামলার_অঙ্গীকার_করল_ইউক্রেন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেযনিকভ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে তার দেশের সেনারা হামলা অব্যাহত রাখবে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ক্রিমিয়া ব্রিজও থাকবে বলে তিনি জানান। এতে মস্কোর যুদ্ধক্ষমতা কমে যাবে বলে তিনি মনে করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৬, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • ক্রিমিয়া ব্রিজ
    ক্রিমিয়া ব্রিজ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেযনিকভ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে তার দেশের সেনারা হামলা অব্যাহত রাখবে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ক্রিমিয়া ব্রিজও থাকবে বলে তিনি জানান। এতে মস্কোর যুদ্ধক্ষমতা কমে যাবে বলে তিনি মনে করেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে রেযনিকভ এসব কথা বলেন।

তিনি যুক্তি দেখিয়ে বলেন, ক্রিমিয়া ব্রিজ এবং ওই অঞ্চলের অন্যান্য লক্ষ্যবস্তুর ওপর হামলা ইউক্রেনের জনজীবন রক্ষায় সাহায্য করবে। একে শত্রু ধ্বংসের ক্ষেত্রে স্বাভাবিক কৌশল বলে উল্লেখ করেন রেযনিকভ। এ ধরনের হামলার মাধ্যমে শত্রুপক্ষকে গোলাবারুদ, জ্বালানি, খাদ্য এবং অন্যান্য রসদ পাওয়া থেকে বিরত রাখা সহজ হয়। এ কারণে আমরা তাদের বিরুদ্ধে এই কৌশল ব্যবহার করব।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কিয়েভের সেনারা এ পর্যন্ত কয়েকবার ক্রিমিয়া ব্রিজের ওপর হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে তারা এ ধরনের হামলা চালায়। এতে রাশিয়ার এক দম্পতি এবং তাদের ১৪ বছরের কিশোরী মেয়ে নিহত হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে ইউক্রেন সরকারের সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।