নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
পশ্চিমা যুদ্ধ কৌশল ত্যাগ করছেন ইউক্রেনের কমান্ডাররা
ইউক্রেনের সামরিক বাহিনী তার পশ্চিমা প্রশিক্ষকদের যুদ্ধ কৌশল পরিত্যাগ করছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ পরিসরে ঘুরে দাঁড়ানোর কৌশলে ফিরে যাচ্ছে। গতকাল (বুধবার) নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। তবে এটি পরিষ্কার নয় যে, এই ধরনের পরিকল্পনা নিয়ে টিকে থাকার মত যথেষ্ঠ গোলাবারুদ ইউক্রেনের হাতে আছে কিনা।
জুন মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করে। তবে এ পর্যন্ত আমেরিকায এবং কিয়েভের কর্মকর্তারা হতাশাজনকভাবে স্বীকার করেছেন যে, এটি খুবই ধীরগতিতে চলছে এবং এ পর্যন্ত নিতান্তই অভিযান ব্যর্থ হয়েছে।
বিমান শক্তি ছাড়া রাশিয়ার পেতে রাখা মাইন ক্ষেত্রগুলো পেরিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের সরবরাহ করা ট্যাংক এবং আরমার্ড ভেহিকেলগুলো নিদারুনভাবে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার সেনাদের বিমান ও আর্টিলারি হামলায় বিপুলসংখ্যক ট্যাংক ও আরমার্ড ভেহিকেল ধ্বংস হয়েছে। এই পাল্টা সামরিক অভিযানে রাশিয়ার সেনাদের হাতে ইউক্রেনের অন্তত ৩০ হাজার সৈন্য নিহত হয়েছে।
দুই সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের ৪৭তম মেকানাইজড ব্রিগেড আমেরিকার সরবরাহ করা ব্র্যাডলি ইনফ্রান্ট্রি ফাইটিং ভেইকেলের শতকরা ৩০ ভাগ হারিয়েছে। অথচ এই ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছে ন্যাটো সেনারা।
বিপর্যয়কর এই পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক কমান্ডাররা তাদের যুদ্ধ কৌশল বদল করছেন। তারা রুশ গোলাগুলির ভেতর দিয়ে মাইন বিছানো যুদ্ধের ময়দান পার হওয়ার চেষ্টা বাদ দিয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহারের কৌশল নিয়েছেন।
ন্যাটো বাহিনীর কাছ থেকে স্বল্প সময়ের প্রশিক্ষণ নেয়ার কারণে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে ততটা পারদর্শী হয়ে উঠতে পারেনি যতটা পারদর্শী রুশ সেনারা। তবে যুদ্ধক্ষেত্রের কৌশল বদল করার কারণে ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে শক্ত অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় পাবে।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।