আশরাফ শরণার্থী ক্যাম্প থেকে সন্ত্রাসী তৎপরতা
এমকেও রিংলিডার মারিয়াম রাজাভিকে নিষিদ্ধ করল আলবেনিয়ার আদালত
সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও'র রিংলিডার মারিয়াম রাজাভিকে আলবেনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী আদালত। ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ইরানের হাজার হাজার নাগরিককে বিভিন্নভাবে হত্যা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
চলতি সপ্তাহের গোড়ার দিকে মারিয়াম রাজাভির ওপর আলবেনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে এই খবরটি প্রকাশ করা হয়েছে গতকাল (বৃহস্পতিবার)।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন নথিপত্র এবং তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে দেখার পর আলবেনিয়ার আদালত এই নিষেধাজ্ঞা জারি করে। বিভিন্ন নথিপত্র যাচাইয়ের সময় আলবেনিয়ার কর্মকর্তারা প্রমাণ পেয়েছেন যে, ইরান বিরোধী সন্ত্রাসী হামলার জন্য আলবেনিয়ার মাটিকে ব্যবহার করছে এমকেও।
গত ২০ জুন আলবেনিয়ার পুলিশ দেশটিতে অবস্থিত আশরাফ-ক্যাম্পে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মারিয়াম রাজাভি আলবেনিয়া থেকে পার্শ্ববর্তী দেশ ফ্রান্সে পালিয়ে যান। আশরাফ-৩ শরণার্থী ক্যাম্প থেকে বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসী ও সাইবার হামলা চালানো হয়। অভিযানের সময় পুলিশ সেখান থেকে ১৫০টি কম্পিউটার এবং ডিভাইস আটক করে। সন্ত্রাসী তদ্রতায় এগুলো ব্যবহার করা হচ্ছিল।
অভিযানের সময় এমকেও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং এতে অন্তত একজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়। এ ঘটনার পর আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেছেন, আলবেনিয়ার মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে এমকেও সন্ত্রাসী গোষ্ঠীকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪