নিজের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে চীন’
https://parstoday.ir/bn/news/world-i126798-নিজের_সার্বভৌমত্ব_রক্ষায়_দৃঢ়_ও_শক্তিশালী_পদক্ষেপ_নেবে_চীন’
তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই’র মার্কিন যুক্তরাষ্ট্র সফরের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য ‘দৃঢ় ও শক্তিশালী’ পদক্ষেপ নেবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka
  • তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই গতকাল (রোববার) নিউ ইয়র্ক সিটির একটি হোটেলে পৌঁছানোর পর সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন।
    তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই গতকাল (রোববার) নিউ ইয়র্ক সিটির একটি হোটেলে পৌঁছানোর পর সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন।

তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই’র মার্কিন যুক্তরাষ্ট্র সফরের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য ‘দৃঢ় ও শক্তিশালী’ পদক্ষেপ নেবে।

স্থানীয় সময় শনিবার উইলিয়াম লাই নিউইয়র্ক শহরে প্রবেশের পরপরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে লাই কঠোরভাবে বিচ্ছিন্নতাবাদী অবস্থান নিয়েছেন এবং তিনি পুরোদস্তুর একজন বিরক্তিকর ব্যক্তিতে পরিণত হয়েছেন।”

নিউ ইয়র্কে সাময়িক অবস্থানের পর তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট প্যারাগুয়ে সফরে যাবেন বলে কথা রয়েছে।সেইসঙ্গে তিনি বুধবার তাইওয়ানে ফিরে আসার সময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে যাত্রাবিরতি করবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের সফরের বিরোধী।তাইওয়ানকে ‘চীনা মূল স্বার্থের কেন্দ্রবিন্দু’ আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়েছে, “স্বাধীনতা অর্জনের জন্য স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানের নেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার প্রচেষ্টা তাইওয়ান প্রণালিতে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ।”

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে।”#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।