ট্রাম্পের বিচার ও নির্বাচন ঘিরে আমেরিকায় মাথাচাড়া দিচ্ছে চরমপন্থা; বাড়ছে উদ্বেগ
(last modified Tue, 15 Aug 2023 08:19:28 GMT )
আগস্ট ১৫, ২০২৩ ১৪:১৯ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম শুরু হবে আগামী বছরের মে মাসে। আর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বিচার ও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে এবং আগামী দিনগুলোতে তা আরও বাড়বে।

গত কয়েক বছর ধরে আমেরিকার সরকারি কর্মকর্তাদেরকে হুমকি দেওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ক্রেইগ রবার্টসন নামের ৭৪ বছর বয়সী এক ব্যক্তি ফেসবুকে প্রেসিডেন্ট জো বাইডেন ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। হুমকি প্রদানের পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা এফবিআই ঐ ব্যক্তিকে হত্যা করেছে।

এর এক সপ্তাহ আগেই মার্কিন গণমাধ্যম জানায়, টেক্সাস অঙ্গরাজ্যের ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঐ ব্যক্তি অ্যারিজোনা অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাদেরকে হত্যার হুমকি দিয়েছিলেন।

এই রায়ের চার দিন আগে মিশিগান অঙ্গরাজ্য থেকে ৫৬ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। তিনি মিথ্যা তথ্য দিয়ে এমন একটি অস্ত্র কিনেছেন যা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন ও মিশিগানের গভর্নরকে হত্যার পরিকল্পনা করেছিলেন। মার্কিন পুলিশ বিভাগ গত বছর এক প্রতিবেদনে জানায়, মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ও নিম্ন কক্ষের সদস্যদের বিরুদ্ধে হুমকির ঘটনা আগের মেয়াদের তুলনায় দ্বিগুণ হয়েছে।

ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মধ্যে চরম বিরোধের প্রভাবে রাজনৈতিক দ্বন্দ্ব-বিদ্বেষ এখন মার্কিন সমাজের সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু রাজনৈতিক নেতার বক্তব্য সমাজকে অস্থিরতা ও সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। একইসঙ্গে আমেরিকার অভ্যন্তরীণ নীতির সঙ্গে পররাষ্ট্রনীতির ব্যাপক ফারাক মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাড়িয়ে তুলছে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই'র কর্মকর্তা জাভিদ আলী বলেছেন, অস্ত্র নিয়ে একাই হামলা চালায় এমন ব্যক্তিরা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরণের হামলার বিষয়টি আগে থেকে অনুমান করা কঠিন এবং দ্রুততম সময়ের মধ্যেই নানা অঘটন ঘটিয়ে দিচ্ছে তারা#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।