যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনকে অস্তিত্ব হারাতে হবে: লুকাশেঙ্কোর হুঁশিয়ার
https://parstoday.ir/bn/news/world-i126980-যুদ্ধ_বন্ধ_না_করলে_ইউক্রেনকে_অস্তিত্ব_হারাতে_হবে_লুকাশেঙ্কোর_হুঁশিয়ার
যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে তার গোটা ভূখণ্ড হারাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৮, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • আলেক্সান্ডার লুকাশেঙ্কো
    আলেক্সান্ডার লুকাশেঙ্কো

যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে তার গোটা ভূখণ্ড হারাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

তিনি বলেছেন, তাকে এ বিষয়টি ভীষণরকম পীড়া দেয় যে, এত সম্ভাবনাময় একটি দেশ ওলিগার্চদের হাতে ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ধনকুবেরদের ওলিগার্চ বলা হয়।

ইউক্রেনের নারী সাংবাদিক দিয়ানা প্যানচেঙ্কোকে দেয়া দুই ঘণ্টার এক ইউটিউব সাক্ষাৎকারে এ মন্তব্য করেন লুকাশেঙ্কো।  এ সময় বেলারুশের প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়- রাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ন রাখতে ইউক্রেনকে কি করতে হবে?

উত্তরে লুকাশেঙ্কো বলেন, সবার আগে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে রাশিয়া যেসব অঞ্চল নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে সেসব পুনরুদ্ধারের জন্য ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে।  কিন্তু তা করলে ইউক্রেনকে আরো কিছু অঞ্চল হারাতে হবে।

ইউক্রেন সরকার তার ১৯৯১ সালের সীমান্ত পুনরুদ্ধারের চেষ্টা করছে।  তবে ওই সীমান্তের চারটি অঞ্চল দোনেস্ক, লুগানস্ক, খেরসন ও জাপোরোজ্জিয়া ২০২২ সালের সেপ্টেম্বরে এবং আরেকটি অঞ্চল ক্রিমিয়া ২০১৪ সালে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো।

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারে, ওডেসা দখল করে সাগরের সঙ্গে কিয়েভের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। তখন আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইউক্রেনের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।