ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i127146-ইউক্রেনের_ড্রোন_হামলায়_রাশিয়ার_সুপারসনিক_বোমারু_বিমান_ধ্বংস
পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করে রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের একটি ড্রোন এই হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০২৩ ১৪:৪৮ Asia/Dhaka
  • ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস

পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করে রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের একটি ড্রোন এই হামলা চালায়।

তবে সুপারসনিক বিমানটিকে আকাশে উড়ন্ত অবস্থায় ধ্বংস করা হয়নি বরং বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে এটিকে ধ্বংস করা হয়। হামলায় ধ্বংস হওয়া বিমানটি টুপোলেভ টু-২২ মডেলের একটি সুপারসনিক বোমারু বিমান।

সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে।  এসব ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপোলেভ টু-২২ বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

যেসব বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে তাদেরকে সুপারসনিক বিমান বলা হয়। টুপোলেভ টু-২২ সোভিয়েত ইউনিয়নের প্রথম সুপারসনিক বিমান। ১৯৬২ সালে নির্মিত এই বিমান প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা দেখাতে পারেনি।

ধ্বংস হওয়া রাশিয়ার টিইউ-২২ সুপারসনিক বিমানটি মূলত স্নায়ু যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এই বিমানগুলো চেচনিয়া, জর্জিয়া এবং সিরিয়ার যুদ্ধেও ব্যবহার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের বিমান ধ্বংসের কথা স্বীকার করে বলেছে, শনিবার মস্কোর সময় ১০টার দিকে ‘কপ্টার-টাইপ ইউএভি’র মাধ্যমে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে তারা হামলার শিকার স্থানকে ‘নভগোরড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি’ হিসাবে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।